Home ENTERTAINMENT নকল নয়, মহাকাশেই সিনেমার শুটিং

নকল নয়, মহাকাশেই সিনেমার শুটিং

180
0

সিনেমা জগতে মাইলস্টোন।

মহাশূন্যে হতে চলেছে সিনেমার শুটিং।

সেই লক্ষ্যে পাড়ি দিয়েছে মহাকাশযানও।

সিনেমার নাম ‘দ্য চ্যালেঞ্জ’।

এটি একটি রাশিয়ান সিনেমা।

সিনেমার শুটিং হবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে।

২ জন মহাকাশচারীর সঙ্গে সেখানে পৌঁছেও গিয়েছেন শুটিং দল।

সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন রাশিয়ান অভিনেত্রী ইউলিয়া পেরিসিলদ।

সিনেমাটির পরিচালনা করছেন ক্লিম শিপেনকো।

২ জনেই ইতিমধ্যে স্পেস স্টেশনে পৌঁছেছেন।

মহাকাশে এক ডাক্তারের সঙ্গে ঘটা বিভিন্ন ঘটনার গল্প বলা হবে এই সিনেমায়।

২০২২ এ মুক্তি পেতে পারে সিনেমাটি।

প্রসঙ্গত, ইতিপূর্বে বহু সিনেমা তৈরি হয়েছে মহাকাশের ওপর ভিত্তি করে।

তবে এই প্রথম কোনও সিনেমার শুটিং হতে চলেছে আসল মহাকাশে।

ফলে এখন থেকেই সিনেমাটির মুক্তির অপেক্ষা করছেন অনেকেই।

Previous articleএবার পালা রাহুল গান্ধীর
Next articleহত্যার সময় ছিলেন আশিস