-স্বদেশরঞ্জন মণ্ডল
বিশবাও গভীরে দাঁড়িয়ে
সঠিক ঘূর্ণির মতো আমিও আদতে লড়াই জারি রাখি সীমিত নিজের সঙ্গে
এখন তো জলের উঠোন জুড়ে রোজ রোজ দিশাহীন সংলাপ বিচ্ছিন্ন কথাদের
ভিড় নেই কোনো দূরায়ত বসন্ত জেগে থাকা অমরার বাসস্থান…
যে মায়ের চোখ-আয়নায় নিজের মুখ বারবার দেখেছি যে চোখে গঙ্গার উপবাস
জলজ ঈশ্বর প্রেম… মায়ের কথায়
সেইসব প্রাচীন মাটি উৎসব মানুষের ঠোঁটে ঠোঁটে ধামসার ঢেউ মাদলের কীর্তনে
আর দিনলিপি পিওনের চিঠি-চাপাটি উড়ে যাওয়া আশ্বিনে মেঘ
এখনও টের পাই আমার বুকের অববাহিকায় অন্তমিল উল্লাস ভেবে…
তথাপি আমিও আদতে লড়াই জারি রাখি সীমিত নিজের সঙ্গে
এই সারাদিন যত গল্পর উঠবোস মানুষের ঠিকানা সম্ভাবনার ভিতর আগুনে পুড়ে
যায় করোটির লিখন
অভ্যাস বসত কিছু যন্ত্রনা বয়ে নিয়ে যাই মাকড়সার সিঁড়ি ভেঙে ভেঙে
আর
কিছু লিখে রাখি নষ্ট জীবনের ঘুম ঘুম কবিতা সংলাপে…