গোপাল ভাঁড়ের মুখে হাসি চওড়া হয়েছে। কপালের ভাঁজ কমেছে চার্লি চ্যাপলিনের। ফের ওঁরা ফিরেছেন আমোদ , বিনোদনের দুনিয়ায়।হাতে টু পাইস আসলেও।ওঁদের খুশি দর্শক দের মনোরঞ্জন করেই।
করোনার লক ডাউনে ওঁদের মুখে হাসিটা উধাও হয়ে গিয়েছিল। সামান্য রোজগেরে জীবনে নেমে এসেছিল অসুখের ছায়া। দর্শকদের সামনে থুড়ি খুদে দর্শকদের ওঁরা মিস করেছে সব থেকে বেশি। ওঁদের আনন্দ দিয়েই যে সব থেকে বেশি আনন্দ মিলত।
প্রায় দু’বছর ধরে করোনা অতি মারি আতঙ্ক এবং লকডাউনের ফলে স্তব্ধ হয়ে গিয়েছিলো জনজীবন।
বিবাহ সামাজিক বিভিন্ন অনুষ্ঠান বন্ধ থাকার কারণে বহুরূপী এবং জীবন্ত মডেলের কলাকুশলীরা চরম সমস্যায় পড়েছিলেন।
লকডাউন শিথিল হওয়ার পর একটু করে ফের স্বাভাবিক ছন্দে ফিরেছেন তারা।আর সে ছবি শহর কলকাতা থেকে গ্রাম সব জায়গাতেই প্রায় এক।
অবশেষে শীতের শুরুতে বিভিন্ন মেলা চালু হওয়ার কারণে এবং বিবাহ অন্যান্য অনুষ্ঠানে আবারও ডাক পড়ছে তাদের।
তাই গোপাল ভাঁড় চার্লি চ্যাপলিনরা, দু’বেলা দু’মুঠো অন্ন জোগাড় করে পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতেই আনন্দে আটখানা ।
সঙ্গে পালকির বেহারারও খুশি হয়ে সাধারণ মানুষকে সাবেকি এই রীতিনীতি ধরে রাখার আহ্বান জানালেন।