Home FOODS হাসপাতালেই পুজো

হাসপাতালেই পুজো

260
0

মা আসছেন, দিন গুনছে বাঙালি। নিয়মের বেড়াজাল অনেকটাই খুলে গিয়েছে।

একটা দিন হাসপাতালে শুয়েই যেন রোগীর মন ভালো হয় , এমনটাই চাইছেন

আধুনিক চিকিৎসক আর হাসপাতালগুলো। আর সে ভাবনায় আগে ভাগেই নিজেদের এগিয়ে রাখলেন বেহালার নারায়ন মেমোরিয়াল হাসপাতাল।

তবে বর্তমান করোনা পরিস্থিতিতে করোনা, ডেঙ্গু সহ বিভিন্ন রোগের কারণে এবছর হাসপাতালের বেডে শুয়েই পুজো কাটাতে হচ্ছে  অনেককেই । ফলে তাঁদের জন্যই বিশেষ পুজোর থালি ওই হাসপাতালের।

এছাড়াও পুজোর মরশুমে বেশিরভাগ চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের হাসপাতালেই কাটাতে হয়।

তাদের কাছে উৎসবের রঙ হয়ে ওঠে বেরঙ।

এবার তাদের কথা মাথায় রেখে পুজোয় বিশেষ উদ্যোগ নিল বেহালার নারায়ন মেমোরিয়াল হাসপাতাল।

পুজোর মধ্যে এই হাসপাতালের রোগীরা ও কর্মীরা পাবেন ‘পুজো স্পেশাল থালি’।

রোগীরা ডায়েট বজায় রেখেই উপভোগ করতে পারবেন সাবেকি বাঙালি খাবার।

রোগীর অসুখের কথা মাথায় রেখে তৈরি করা হবে তাদের ডায়েট তালিকা।

সেই মত তারা পুজা স্পেশাল খাবারের মজা নিতে পারবে।

খাবারের তালিকায় রয়েছে মুগ ডাল, পটলের দর্মা, পনির পাসিন্দা, ভেটকি মাছের কালিয়া, চিকেন বাটার মসালা, নবরত্ন কোর্মা, খিচুরি, লাবড়া, চাটনি পাপড় সহ আরও অনেক কিছু।

আলাদা আলাদা রোগীর জন্য ডাক্তারের পরামর্শ মত আলাদা আলাদা খাদ্য দেওয়া হবে।

এছাড়াও হাসপাতালে থাকছে পুজা কর্নার।

যেখানে বিশেষ ভাবে পুজোর আয়োজন করা হবে।

যেখানে হাসপাতালের রোগীদের আরোগ্য কামনায় পুজা করা হবে।

রোগীরা আরতী, পুষ্পাজলি ও শান্তির জল সবকিছুই উপভোগ করতে পারবেন।

মূলত পুজোর মধ্যে রোগীদের মন ভালো করতে এই বিশেষ উদ্যোগ নিল নারায়ন মেমোরিয়াল হাসপাতাল।

Previous articleনোবেল পেলেন ২ গবেষক
Next articleআগুন বাজার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here