মা দূর্গার বিদায় বেলায় বরণ শেষে সিঁদুর খেলা আর মিষ্টি মুখে মাতবে বাঙ্গালী এটাই রীতি।সেই রীতি মেনেই রবিবার নন্দনে ওরা মাতলেন সিঁদুরে । মিষ্টি মুখে ভুললেন বিষাদ ।
এমন আনন্দের মুহুর্ত তৈরি করে নেওয়ার দায়িত্ব আর উদ্যোগ নিয়েছিল All India Technician & Artist Association । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার দুই সম্পাদক জয়ন্ত দাশগুপ্ত ও রুমা দাশগুপ্ত।
এমন উদ্যোগের পাশে ছিল Street & Model Photography Walker’s Club এর সদস্যরাও।
বিষাদের মাঝে এমন আনন্দ উৎসবের আয়োজন এ হাজির হয়েছিলেন বহু ফটোগ্রাফার , মডেল, মেকআপ আর্টিস্ট এবং সাথে সাধারণ মানুষ ও। খুশি উদ্যোক্তারাও।
অনুষ্ঠানের ছবি গুলি তুললেন রাহুল দাস, সন্দীপন দাস , বাপ্পা সাহা , সৌম্য প্রকাশ দাস এবং সৌম্য ।