Home DISTRICTS ১লা বোশেখে খুলছে রবীন্দ্রভবন

১লা বোশেখে খুলছে রবীন্দ্রভবন

543
0

স্টাফ রিপোর্টার, বোলপুর : প্রকোপ কমেছে কোভিডের। তাই কোভিড বিধিও শিথিল হয়েছে সর্বত্র। কিন্তু কোভিড পর্বের শুরু থেকে বন্ধ হয়ে এখনও খোলেনি বিশ্বভারতীর রবীন্দ্রভবন সংগ্রহশালা। ২৫ মাস ধরে সংগ্রহশালা বন্ধ হওয়ায় এক দিকে যেমন প্রচুর পর্যটক প্রতিদিন হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

বিশ্বভারতীতে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রগুলির মধ্যে অন্যতম প্রধান রবীন্দ্রভবন। এখানে রবীন্দ্রনাথের পাঁচটি বাড়ি ছাড়াও বিচিত্রা বাড়ির দুটি তলায় রয়েছে সংগ্রহশালা। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাপ্ত নোবেলের প্রতিকৃতি, পৃথিবীর নানা দেশ থেকে পাওয়া বিভিন্ন স্মারক এবং তাঁর ব্যবহৃত অন্য নানান সামগ্রী রাখা রয়েছে। বিশ্বভারতী কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়েছে, ১৬ এপ্রিল থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে রবীন্দ্রভবন। রবীন্দ্রভবনের প্রবেশ মূল্য বিদেশিদের জন্য ৩০০ টাকা, সাধারণ ভারতীয় নাগরিকদের জন্য ৫০ টাকা, ছাত্রদের জন্য ১০ টাকা। অবশেষে রবীন্দ্রভবন ও মিউজিয়াম খুলতে চলেছে জেনে খুশি বিশ্বভারতীর পড়ুয়া সহ আগত পর্যটকরা।

Previous articleকরোনার নয়া রূপ ভারতে
Next articleচরম সংকটে ভারতই ভরসা : জয়সূর্য