Home NATIONAL করোনা সতর্কতায় ১২.৩৭ লক্ষ মাস্ক বিলি রায়গড় পুলিশের

করোনা সতর্কতায় ১২.৩৭ লক্ষ মাস্ক বিলি রায়গড় পুলিশের

28
0

তৃপ্তি চৌধুরী : গোটা বিশ্ব জুড়ে থাবা বসিয়েছে করোনা,আতঙ্কে মানুষজন।

এই মহামারি রুখতে মাস্ক এর ওপর জোর দেওয়া হচ্ছে প্রথম থেকেই।

এইবার কোভিড ১৯ সর্তকতা সম্পর্কে সচেতন করতে ১২.৩৭ লক্ষ মাস্ক বিলি করলো রায়গড় পুলিশ।

রাখি বন্ধন উৎসব উপলক্ষে পুলিশের এহেন উদ্যোগ।

এই করোনা পরিস্থিতিতে পুলিশ কখনও কঠোর হয়ে সচেতনতা অবলম্বন করছেন, আবার কখনও অনাহার মানুষদের মুখে খাবার তুলে দিচ্ছেন কখনও আবার মাস্ক বিলি করছেন।

পুলিশের এই ভূমিকায় সাধুবাদ জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।

Previous articleবাবা জানতেন আত্মহত্যা করবেন সুশান্ত
Next articleমহিলা সুরক্ষার জন্য রাখি বন্ধন কর্মসূচি