Home ADVERTISEMENT ( CLASSIFIED ) ২২ এ নয়া অঙ্গীকার বসাক ইন্টেরিয়রস এর

২২ এ নয়া অঙ্গীকার বসাক ইন্টেরিয়রস এর

985
0

সুখি গৃহকোন বলতে যা বোঝায়, সেই সুখ এনে দেয় কজন। চারটে দেওয়াল মানেই নয়

তো ঘর । আর সে ঘর যদি না সেজে ওঠে স্বপ্নের মতো ?

 

স্বপ্নের দুনিয়ায় যাপন তো করায় বসাক ইন্টেরিরয়রস। মাথার ওপর এক টুকরো ছাদ

যেন কখন হয়ে ওঠে আপনার স্বর্গ রাজ্য। সে সুরলোকে বেজে ওঠে সেতারের ঝালা।

 

বেশ কয়েক বছর ধরেই বসত বাড়ির আভ্যন্তরীন সজ্জার কাজ করে রীতিমতো নজর

কেড়েছে বসাক ইন্টেরিয়ররস। তাদের গৃহের অন্তর সজ্জার  কাজে  রঙের ব্যবহার,

আলোর ব্যবহার, আলাদা মাত্রা তো জূড়ে দেয় বই কি।

 

সদ্য তাদের নতুন অন্তর সজ্জার ভিডিও টি প্রকাশ পেল ডিজিটাল মাধ্যমে। সে ভিডিও

দেখলে চোখ বিস্ময়ে বিস্মিত হয়। সুখি গৃহ কোনের প্রতিটি কোন যেন মায়াবী আলোয়

ভরে উঠেছে। রঙ্গিন আলোর রশ্মি খেলছে গোটা ঘর জুড়ে। আর আছে মুর্তির আর

মুরালের সজ্জা।

 

আসবাব পত্র যেন মোড়া মখমলে। অন্তর সজ্জার সঙ্গে মিলিয়ে সে আসবাব গুলির

ব্যবহার ফের মনে করিয়ে দেয় বসাক ইন্টেরিয়ররস মানেই এমন মায়াময় দুনিয়া।

 

বসাক ইন্টেরিয়রস এর  কর্ণধার সঞ্জীব বসাক বলছিলেন, অন্তরসজ্জায় নজর কাড়তে

গেলে, আগে চোখ দুটো স্বপ্ন দেখা হতে হয়।

 

আমি আমার ক্লায়েন্টকে আমার পরিবারের সদস্য ভাবি। ভাবি তাঁর ঘর টা আমি

কতোটা স্বপ্নালু বানাতে পারি।

 

চোখের সামনে এঁকে ফেলি কেমন হবে সেই ঘরের নতুন ছবি। তারপর গৃহ কর্তার

সঙ্গে আলোচনা , মত বিনিময় আর স্বপ্ন কে বাস্তবে ফুটিয়ে তোলার কঠিন পরিশ্রম।

 

ভালো থাকুন সঞ্জীব বসাক।নতুন বছরে আরো মায়াবী দুনিয়া গড়ুক সঞ্জীব আর তাঁর

সংস্থা বসাক ইন্টেরিয়রস।আরো ডালপালা মেলুক বসাক ইন্টেরিয়রস।

https://basak-interiors.business.site/

https://www.facebook.com/basakinteriors

Previous articleবাঘ এবার গোসাবার কুমিরমারিতে
Next articleশতবর্ষ উৎসবে মথুরাপুর হাইস্কুল