শুক্রবার সন্ধ্যায় মুক্তি পেলো নতুন বাংলা সিনেমা কলকাতার হ্যারি। টলিউডের ব্যস্ততম অভিনেতা সোহম চক্রবর্তীর প্রযোজনায় সোহম এন্টারটেইন্মেন্ট এর নিবেদন কলকাতার হ্যারি।
বাংলা চলচ্চিত্র-প্রেমীদের কাছে এমন ছবি প্রশংসিত হবেই। মুলত ছোটদের নিয়ে রূপকথা আর কল্প দুনিয়ার এমন চলচ্চিত্র রূপায়ন আলাদা আকর্ষনের তো বটেই।
শুক্রবার সন্ধ্যায় দক্ষিন কলকাতার এক সিনেপ্লেক্সে কলকাতার হ্যারির প্রিমিয়ার শো এ উপস্থিত ছিলেন একরাশ তারকা। পরিচালক রাজদীপ ঘোষ ও ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন জিত গাঙ্গুলী।
কলকাতার হ্যারির সঙ্গে ব্যবসায়ীক ভাবে যুক্ত বসাক ইন্টেরিয়ার্স । টলিউডের রূপোলী দুনিয়ায় আগেই পা রেখেছিলো বসাক – ইন্টেরিয়র্স। এবার কমার্শিয়াল ছবির সঙ্গে তাঁদের সহযোগী ব্যবসায়ীক বন্ধু হিসেবে নাম জড়িয়ে যাওয়ায় বেশ খুশি সংস্থার কর্ণধার সঞ্জীব বসাক।
আগামী দিনেও সঞ্জীবের পরিকল্পনা আছে রূপোলী দুনিয়ায় নিজেদের ব্র্যান্ড কে আরো সুস্পষ্ট করে তোলার।