মেঘা চক্রবর্ত্তী: ৫ আগষ্ট,বুধবার অযোধ্যা প্রত্যক্ষ করবে সেই বহু প্রতিক্ষিত মূহুর্ত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্থাপন করবেন রাম মন্দিরের ভিত্তি প্রস্তর।
সকাল ১১ টা ৩০ মিনিটে তিনি পৌছাবেন অযোধ্যায়।
ভূমি পূজায় যোগ দেওয়ার পূর্বে তিনি পূজা দেবেন হনুমান গারহি মন্দিরে।
কথিত আছে ভগবান রামের কোনো কাজই হনুমান ব্যতীত সম্পন্ন হতে পারেনা।
সেই আদর্শের বাইরে যাননি স্বয়ং প্রধানমন্ত্রীও।
তার উপস্থিতির কারণেই বুধবার সকাল থেকেই হনুমান মন্দিরে শুরু হয়েছে স্যানিটাইজেশন প্রক্রিয়া।
একটি টুইট এর মাধ্যমে বুধবার সকালেই প্রকাশ করা হয় এই তথ্য।
দেশবাসী অপেক্ষায় রয়েছে সেই মহা পুণ্য লগ্নের।