Home BUSINESS সেনসেক্স আপডেট

সেনসেক্স আপডেট

141
0

ভারতে বাড়ছে অর্থনৈতিক হার।

ফলে শুক্রবার সকালেই লক্ষ্মী লাভের সম্ভাবনা বৃদ্ধি।

সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে ভারতে সেনসেক্সের হার বেড়ে দাঁড়িয়েছে ১৩০ পয়েন্ট।

বর্তমানে যা দাঁড়িয়েছে ৪৩,৭২৫ পয়েন্টে।

নিফটি বেড়েছে ৬৩ পয়েন্ট।

ফলে বর্তমানে নিফটি দাঁড়িয়েছে ১২,৮৩৫ পয়েন্টে।