দুই বোনের রূপের ঝলকানিতে চোখ ঝলসে যাচ্ছে। আর তারা নীল আকাশের নীচে সবুজ সাগরের জলে কালো বিকিনিতে নিজেদের মেলে ধরেছেন। ঠিক যেন জল পরী।
রিয়েলিটি শো কাঁপানো দুই কার্দাশিয়ান বোন একজন কিম আর অন্য জন ক্লো । তারা জানাচ্ছেন , ছোট বোনের জন্মদিন কাটাতেই তারা নিজেদের সাগরের জলে ভাসিয়ে দিয়েছেন।
তবে এই ট্রিপএর আগে অবশ্য কিম কার্দাশিয়ান জানাচ্ছেন , তিনি নিজেকে করা ডায়েটের মধ্যে রেখেছেন। প্রায় তিন সপ্তাহ মিষ্টি খান নি। আরো ত্ন্বী হয়ে ওঠার চেষ্টা করেছেন।
তবে তিনি বেশ কিছু রোগে ভুগছিলেন তো বটেই। সোরিওসিস আর্থারাটিস এর মতো রোগের শিকার হয়েছিলেন। চিকিৎসকের পরামর্শেই দারুন আছেন ।
ওজন কমানোর সঙ্গে সঙ্গে কালো বিকিনি ও কালো সান গ্লাসে তুফান তুলেছেন । দুই বোন কেউ ই কম যান না। দুজনেই জল পরী সেজে …।