কলেজের অনুষ্ঠানে টাকা আসে কোথা থেকে ? সরাসরি সে প্রশ্ন তুললেন সাংসদ অধ্যাপক সৌগত রায়। রবিবার বরানগরে কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জানানোর যে আয়োজন হয় , সেখানে হাজির হয়েই সাংসদ এই প্রসঙ্গ টেনে ভাষন দেন।
মঞ্চ থেকেই সাংসদ বলেন, কলেজের এমন অনুষ্ঠানে যে লক্ষ টাকা খরচ করে কে কের মতো শিল্পীদের নিয়ে এসে অনুষ্ঠান করানোর যৌক্তিকতা কোথায়?
৩০ থেকে ৫০ লক্ষ টকার মতো বিপুল অর্থ যে হাওয়ায় আসে না সে কথা উল্লেখ করে সাংসদ আরো জানান সে টাকা যোগাড় করতে গিয়ে ছাত্র সমাজ নিজেদের মাথা নত করছে নাতো ?
এদিন সাংসদ সৌগত বাবুর বক্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। বিরোধী দলের অনেকেই তীর্যক মন্তব্য করতে ছাড়েন নি।