এমন আওয়াজ কখনো শোনেন নি তাঁরা। তবে গত দুদিন বীভৎস এক আওয়াজে বেশ চিন্তিত।
অনেকেই বলছেন অজানা জন্তুর হাড় হিম করা আওয়াজ। ফলে আতঙ্কিত সংলগ্ন চা বাগান এলাকার বাসিন্দারা।
নাগরাকাটার ক্যেরন চা বাগান গামী রাস্তার পাশের জঙ্গল থেকে হাড় হিম করা চিৎকার শুনে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। এরপর বনদপ্তর কে খবর দেওয়া হয়।
খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। মঙ্গলবার সারা দিন তারা আওয়াজ এর উৎস, আর কিসের আওয়াজ তা খুঁজে বের করার চেষ্টা করেন।
সারাদিন চেষ্টা করার পরেও কোন কিছুর সন্ধান পাননি তারা।এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বেশ কিছুদিন ধরে আওয়াজ শুনতে পাচ্ছেন তারা।
আওয়াজ শুনে যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। বনদপ্তর থেকে জানানো হয়েছে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার কথা বলা হয়েছে।