মুখোমুখি দুই তারকা।আসন্ন বিধানসভা নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে হতে চলেছে ফিল্মি ফাইট।
যেমন রাজনৈতিক হেভিওয়েট প্রার্থীদের দেখা যাচ্ছে নানান কেন্দ্রে।
তেমনি লড়াইয়ের ময়দানে জোরকদমে নেমে পড়েছেন গ্ল্যাম ওয়ার্ল্ডের তারকারা।
আসানসোল দক্ষিনে এবার মুখোমুখি এমনই দুই তারকা।
একজন অভিনেত্রী তো অন্যজন ফ্যাশন ডিজাইনার।
আসানসোলের দক্ষিনে দাঁড়াচ্ছেন বিজেপি প্রার্থী ভুমিকন্যা তথা ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল।
অপরদিকে তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন টলিপাড়ার দাপুটে অভিনেত্রী সায়নি ঘোষ।
ভোট প্রচারে নেমে পড়েছেন দুজনই।লড়াইয়ের ময়দানে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।
প্রচারে নেমে জনপ্রিয়তায় একে অপরকে পাল্লা দিচ্ছে।
তবে আসানসোলের পাল্লা কিন্তু তাদের ভুমিকন্যার দিকেই বেশি।
ফলে অনেক বাধার সম্মুখীন হচ্ছে সায়নি।
বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা আসানসোলের ভুমিকন্যা,
কিন্তু নৌকার পালের হাওয়া কি অন্যদিকে বহিয়ে দিতে সক্ষম হবে তৃণমূল প্রার্থী সায়নি?
এখন সেটাই দেখার।