Home AROHEENI SAROD SOMMAN গ্যালাক্সীর শ্যামা পুজোয় একরাশ নক্ষত্র

গ্যালাক্সীর শ্যামা পুজোয় একরাশ নক্ষত্র

231
0

তিন বছরের পুজো বরানগরের গ্যালাক্সী অ্যাপার্টমেন্টের কালী পুজো। শ্যামা মায়ের আরাধনার পাশাপাশি সামাজিক সচেতনার দিকেও নজর রেখে চলেছে পুজো উদ্যোক্তারা।

এবছরের শ্যামা মায়ের আরাধনায় ছিল নক্ষত্র সমাবেশ। পুজোর তিন কর্মকর্তা সঞ্জীব বাবু , দেবরাজ বাবু ও সৌমেন দেব  সহ বাকি সদস্য দের ব্যবস্থাপনায় মন্ডপ সজ্জা ছিল চোখে পড়ার মতো।

পাশাপাশি আলোর ব্যবহার নজর কাড়া।

কালী পুজোর আগের সন্ধ্যায় গ্যালাক্সীর শ্যামা পুজোয় উপস্থিত ছিলেন  বরানগর পুরসভার অন্যতম সদস্য ও তৃনমূল কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্ব  দিলীপ নারায়ন বসু অঞ্জন পাল , বাসব চন্দ্র  ঘোষ প্রমুখ।

গ্যালাক্সীর শ্যামা পুজোয় শ্যামা মায়ের সামনে সমাজ এ মানবতার কথা , মনুষত্বের কথা জানিয়ে গেলেন সারদাত্মানন্দজী মহারাজ।তাঁর বক্তব্যে সমাজ সচেতনতার কথা যেমন স্পষ্ট হল , তেমন ই জাত পাতের বিরূদ্ধে রুখে দাঁড়ানো আর স্বামীজির ভাবদর্শে নিজের জীবন গড়ার ডাক দিলেন আলম বাজার মঠের অধ্যক্ষ সারদাত্মানন্দজী মহারাজ।

গ্যালাক্সীর পুজোর অন্যতম প্রধান আকর্ষন ছিল দেশের অন্যতম সেরা খেলোয়ার , ফুটবল জাগলার উত্তম দাস।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস থাকা সেরার তকমা পাওয়া উত্তম দাস জানিয়ে গেলেন , এই পুজোর সঙ্গে তাঁর সম্পর্কের কথা, পাশে থাকার বার্তা।

Previous articleদীপাবলিতে সেজে উঠল “মান্নাত”
Next articleদাম কমলো জ্বালানির