Home শনিবাসর ভাস্বর থাকুন তপন

ভাস্বর থাকুন তপন

80
0

তপন–রশ্মির আলোয় চিরদিন তিনি প্রতিভাত থাকবেন।
গত পনেরই-জানুয়ারী ছিল স্বনামধন্য চিত্র পরিচালক শ্রী তপন সিনহা-র মৃত্যুদিন ।
কিন্তু সৃষ্টিশীল মানুষদের প্রতি শ্রদ্ধা শুধু সেই নিদৃষ্ট দিনটির মধ্যে সীমাবদ্ধ থাকে না।
ছবি পরিচালনার ক্ষেত্রে -অন্যান্য স্বনামধন্য পরিচালকদের পাশে তাঁর জায়গাটি ছিল আর একটু অন্যরকম।
যদি শুরু করি ১৯৭০-এর সাগিনা মাহাতো-কোন সময়ের দাঁড়িয়ে একটা জীবন একটি সময় কে তুলে ধরেছিলেন ।তারপর ১৯৮২-আদালত ও একটি মেয়ে -সমাজের ওপর একটা প্রশ্ন সেই যুগেই দাঁড়িয়ে তিনি তৈরী করেছিলেন।
তাঁর সব ছবির মধ্যেই একটা ভাবনা ছিল-এক ডক্টর কী মওৎ, আপনজন: সব ছবিগুলো আজও ভাবায়
ফিরে ফিরে আসে একটিই কথা -সমাজের জন্য মানুষের জন্য তৈরী করেছেন —।
জীবনে অর্জন করেছেন বহু পুরস্কার-যেমন –দাদা সাহেব ফালকে-ফিল্ম আওয়ার্ড;জাতিয় পুরস্কার।
কিন্তু সবার উপরে আজও এই ফিল্ম মেকার এই চিত্র পরিচালক একটি বিশেষ পুরস্কারে ভূষিত—‘আপনজন’- পুরস্কার।
এই ফিল্ম ফেস্টিভ্যাল-এর মাহেন্দ্রক্ষণে পরিচালকের প্রতি শ্রদ্ধা জানিয়ে –সেই গানটি একবার মনে মনে গিয়ে উঠি—-ছোটি সী পঞ্ছি /ছোট্ট ঠোঁটে রে/
মিষ্টি ফুলের মধু লুটে রে/ঝিরি ঝিরি ঝোরা -/তিরি তিরি নাচে রে:”।

Previous articleবিনা শর্তে আসতে হবে দলেঃ দিলীপ ঘোষ
Next article“পার্বনী”