সামনে বিধানসভা নির্বাচন।
তার আগে তৃণমূল দলের একাধিক বিধায়ক পদত্যাগ করছেন।
এই বিষয় নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
তিনি জানান তৃণমূল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
দলে হাজার হাজার কর্মী এবং অনুগামী রয়েছে।
তাই দু দশটা বিধায়ক চলে গেলেও দলের কিছু যায় আসে না।
শুভেন্দু অধিকারীর পদত্যাগ নিয়ে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়েছে।
এছাড়াও এদিন তৃণমূল দল ছাড়লেন আসানসোলের নেতা জিতেন্দ্র তিওয়ারি।
এই পরিস্থিতিতে তৃণমূলের নেতা সুব্রত মুখোপাধ্যায় জানান তৃণমূল বিধায়কের পদত্যাগ কোনো ক্ষতি করবে না দলের।
এদিন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া চিঠি নিয়েও কথা বলেন।
তিনি জানান রাজ্যের আপত্তি ছিল তাতেও পশ্চিমবঙ্গের তিনজন আইপিএস আধিকারিক কে কেন্দ্রীয় সরকারের ডেপুটেশন পাঠানো হয়েছে।
তিনি সরাসরি জানান রাজ্যের বিষয়ে কেন্দ্রের এই হস্তক্ষেপ বরদাস্ত করা যাবেনা।