আর্থিক সঙ্কটের কারণে উত্তরপ্রদেশের কানপুরে আত্মঘাতী এক দম্পতি।
করোনা পরিস্থিতিতে চাকরি চলে যায় ওই ব্যাক্তির।
তারপরেই এই ঘটনা ঘটে বলে প্রাথমিক অনুমান।
মৃত ব্যাক্তির মা শকুন্তলা দেবী সংবাদমাধ্যমকে জানান,
”করোনা আবহে চাকরি চলে যায় আমার ছেলের।”
”এরই পরেই আমার ছেলে ও বউমার মধ্যে অশান্তি শুরু হয়।”
”গত ১০ বছরে হয়েছে আমার ছেলের বিয়ে হয়েছে।”
”তাদের ২ টি সন্তানও রয়েছে, একটি মেয়ে ও একটি ছেলে।”
শকুন্তলা দেবী আরও জানান,
হাঁটুর ব্যাথার কারণে আমি ১ তলায় থাকি আর আমার ছেলে, বউমা ও তাদের দুই সন্তানকে নিয়ে ২ তলায় থাকত।
ঘটনার দিন সকাল থেকেই তাদের মধ্যে অশান্তি হচ্ছিল।
সেদিন তারা তাদের ছেলে ও মেয়েকে আমার কাছে পাঠিয়ে দেয়।
কিচ্ছুক্ষণ পরে আমার নাতনি ওপরে দিয়ে তাদের ঝুলন্ত অবস্থায় আবিষ্কার করে।
ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ।