Home HEADLINE STORY আয় ৭ লাখ-ছাড় পুরো!

আয় ৭ লাখ-ছাড় পুরো!

169
0

আয় বছরে ৭ লক্ষ টাকা হলে ছাড় আয়করে। মধ্যবিত্তের জন্য বড় ঘোষনা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। আয়কর ছাড়ের সীমা ৫ থেকে ৭ লক্ষ টাকা করা হয়েছে এবারের বাজেটে।

তবে বছরে আয় ৯ লক্ষ টাকা পর্যন্ত হলে প্রায় ৪৫,০০০/- টাকা আয়কর দিতে হতে পারে। হিসেবে আগের বাজেটের তুলনায় ২৫% কম। আগেই মধ্যবিত্তের ওপর করের বোঝা যে বেড়ে রয়েছে , তা স্বীকার করে নিয়েছিলো কেন্দ্র।

কিন্তু এবছর যে সেদিক থেকে মধ্যবিত্তের জন্য খানিক চাপ কমাবে সরকার , এমন প্রত্যাশা ছিলোই ।
সেই প্রত্যাশা মতো আয়কর বাচানোর রাস্তাও সুগম করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

জীবনবিমা-সহ বিভিন্ন বিনিয়োগে (৮০সি) ছাড়ের মাত্রা বাড়িয়ে ২ লাখ টাকা করায় মধ্যবিত্তের সঞ্চয়ের সুযোগ বাড়বে। গৃহঋনের ক্ষেত্রেও বাড়তে পারে আর্থিক সুযোগ।

Previous articleবাজেটে চোখ মধ্যবিত্তের
Next articleত্রিবেণী কুম্ভ! তবু ইতিহাসই