স্টাফ রিপোর্টার, কলকাতা : বাংলায় বসতে চলেছে সুপার সিরিজ টেনিস টুর্নামেন্টের আসর। তরুন ও নতুন প্রজন্মের প্রতিভা সম্পন্ন খেলোয়াড়দের তুলে ধরতে এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেই কারণেই বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন এর সঙ্গে হাত মিলালো খেল ফাউন্ডেশন। এই দুই সংস্থা এবং বিটিএর উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানটি হতে চলেছে।
জানা গিয়েছে, এই সুপার সিরিজ টেনিস টুর্নামেন্ট শুরু হতে চলেছে ২৮ শে মার্চ থেকে এবং চলবে ১ এপ্রিল পর্যন্ত। এমনকি তরুণ প্রজন্মকে এগিয়ে যাওয়ার জন্য আর্থিক ভাবে সাহায্য করবে খেল ফাউন্ডেশন। সল্টলেকের বিটিএ ক্যাম্পাসে আয়োজন হতে চলেছে এই টুর্নামেন্ট। অন্যদিকে ২৬ ও ২৮ শে মার্চ এই প্রতিযোগিতার যোগ্যতা নির্ণয়কারী খেলা হবে।