আলবার্ট আইনস্টাইন এর উড়ন্ত গাড়ির স্বপ্ন হয়তো এবার সত্যি হওয়ার দোরগোড়ায়।
বাজারে আসতে চলেছে ‘Aircar ‘।
গত ২৮এ জুন ট্রায়াল রান হল বি.এম.ডাব্লিউ র ইঞ্জিন এ চালিত উড়ন্ত এই গাড়ির।
আর এই ট্রায়াল রান এ তেই গাড়িটি চালানো হল থুড়ি ওড়ানো হল , স্লোভাকিয়ার
দুই শহর এর মাঝের রাস্তায় আর আকাশে ।
নিত্রা এবং ব্রাতিস্লাভা নামক ২ শহর মাঝে ৩৫ মিনিট এর এই উড়ন্ত গাড়ি।ইতিহাসের পিটায়ায়
এই প্রথম বার ঘটলো এমন নজির বিহীন ঘটনা । কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে গাড়িটি ১৭০
কিমি প্রতিঘন্টার গতি তে চলতে সক্ষম।গাড়ি টি ৮২০০ ফুট এর উচ্চতায় ১০০০কিমি অব্দি সফর করতেও সক্ষম।
এবার একবার দেখে নেওয়া যাক এমন AIRCAR এর ইঞ্জিনের মেকানিজম টা ঠিক কেমন !
এই এয়ার কার চলে ১৬০এইচ পি র বিএমডাব্লিউ ইঞ্জিন এ তে।১৫ সেকেন্ড এর ভেতরেই টেক অফ করার ক্ষমতা সম্পন্ন এই গাড়ি।
ইতিমধ্যেই এমন AIR CAR এর খবরে সারা বিশ্বে সাড়া পড়ে গিয়েছে । খোঁজও নেওয়া চলছে বেশ ।
তবে স্বস্তি নেই , প্রতিযোগিতার বাজারে কে আর থেমে থাকতে চায় বলুন । ইতিমধ্যেই উবের ,হুন্ডাই এর মতও অনেক কোম্পানি
এই একই রকম প্রযুক্তিতে বাহন নির্মানের কাজ শুরু করছে বলেই তথ্য প্রকাশ পেয়েছে । তবে স্বপ্নের এই AIR CAR কবে বাজারে
ব্যবসায়ীক ভাবে আসবে সেটা সময় বলবে । তবে এমন অত্যাধুনিক পুষ্পক রথ বাজারে আসলে দুনিয়াকে আরো একবার জয় করা হয়ে যাবে
আধুনিক সভ্য মানুষের বিজ্ঞানের । আর সেটাই দেখার জন্য মুখিয়ে গোটা বিশ্ব ।