Home INTERNATIONAL অ্যাসোসিয়েট জাস্টিস নির্বাচনে প্রস্তুত আমেরিকান সেনেট

অ্যাসোসিয়েট জাস্টিস নির্বাচনে প্রস্তুত আমেরিকান সেনেট

23
0

আমেরিকান সেনেট এর বিচারবিভাগীয় কমিটির শুনানি শুরু হবে আগামী ১২ অক্টোবর।

লক্ষ্য-অ্যাসোসিয়েট জাস্টিস নির্বাচন।

প্রার্থী, এমি কোনি ব্যারেট।

রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গত মাসে তাকে মনোনীত করেন।

বৃহস্পতিবার ১২ অক্টোবর সকাল ৯ টা থেকে শুনানি শুরুর সিদ্ধান্ত নিয়েছেন সেনেট কমিটি।

হার্ট সেনেট অফিস বিল্ডিং  ২১৬ নম্বর ঘরে এই শুনানি চলবে ১৫ অক্টোবর বৃহষ্পতিবার পর্যন্ত।

শুনানির মাধ্যমে মাননীয়া এমি কোনি ব্যারেট আমেরিকার সুপ্রিম কোর্টের অ্যাসোসিয়েট জাস্টিস পদে উন্নীত হতে পারবেন।

জাস্টিস রুথ ব্যাডার গিনসবার্গ গত হয়েছেন, তাই বর্তমানে ফাঁকাই রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদ।

যদিও, সুপ্রিম কোর্টের ঘোষণার পর ডেমোক্রেটিক প্রেসিডেন্ট নমিনি জো বিডেন একটি বিজ্ঞপ্তি জারি করে সেনেট কে আর্জি জানিয়েছিলেন ৩ নভেম্বর রাষ্ট্রপতি নির্বাচন এর আগে যেন কোনভাবেই এই মনোনয়ন এর অনুমোদন না দেওয়া হয়।

অপর দিকে, সেনেট এর সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককোনেল এর মতে, যেহেতু রিপাবলিকানরা সেনেটে ৫৩-৪৭ এর সংখ্যাগরিষ্ঠতায় আছেন,তাই
ব্যারেট এর মনোনয়ন নিয়ে একটা ভোট ও ডেমোক্র‍্যাট প্রার্থীদের প্রচন্ড সমালোচনা এবং বিঘ্নের শিকার হতে পারে।

Previous articleখারাপ সংবাদ, পিছলো ব্যাটম্যান মুক্তির দিন
Next articleপ্রত্যহ হাওড়া মুম্বই আহমেদাবাদ বিশেষ ট্রেন