বিশেষ অধিবেশন ডেকে কৃষি আইন প্রত্যাহার করার জন্য কেন্দ্রকে দাবি জানালেন কৃষকরা।
আরও একবার স্পষ্ট করে আন্দোলনরত কৃষকরা জানিয়ে দিলেন কোনরকম চাপের কাছে তারা মাথা নোয়াবেন না।
প্রথম থেকেই তাদের দাবি ছিল কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।
বুধবার তারা আবারও হুঁশিয়ারি দেন অধিবেশন ডেকে কৃষি আইন প্রত্যাহার করার জন্য।
তারা আরও জানান তাদের দাবি পূরণ না হলে তারা অবরোধ করার জন্য রাস্তায় নামবেন।
সাংবাদিক বৈঠকে কৃষকনেতা কেন্দ্রের বিরুদ্ধে জানান অধিবেশন ডেকে আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে।
এই পরিস্থিতির সমাধানের জন্য কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার ১ ডিসেম্বর মঙ্গলবার কৃষক নেতাদের সাথে বৈঠকে বসেন।
সেই বৈঠকে কৃষিমন্ত্রীর প্রস্তাব মেনে নেয় না কৃষক নেতারা।
আজ বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বৈঠকে বসতে চলেছে কেন্দ্র।
তবে এই বৈঠকের ফল কি হবে তা সকলেরই অজানা।