সুরজিৎ দাস : অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বন্যায় ভাসছে বিহারের দ্বারভাঙ্গা জেলার বেশ কয়েকটি এলাকা।
বাড়িঘর, চাষের জমি সবে তেই প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে৷
জেলার বাসিন্দাদের দাবী বিপদসীমার উপর দিয়ে বইছে স্থানীয় নদীর জল।
তার উপর থামছে না বৃষ্টি।
যা ক্রমেই অশনিসংকেত নিয়ে আসছে তাদের জন্য।
একে তো তারা করোনা ভাইরাসের সাথে লড়ছে।
তার উপর এই বন্যা।
সব মিলিয়ে জীবনযাত্রা নাজেহাল বিহার বাসীর।
এখনো অব্ধি কোনো সরকারি সাহায্য এসে পৌঁছায় নি বলে খবর।
বন্যার জল ক্রমশই উত্তর দিকে এগোচ্ছে।
প্রশাসন সূত্রের খবর,
ইতিমধ্যেই এনডিআরএফ ও এসডিআরএফ এর ২২ টি দল উদ্ধার কার্যে নেমেছে।
জেলা প্রশাসন ও যথাযথ ব্যবস্থা নিচ্ছে বলেই জানিয়েছে তারা।