Home DISTRICTS সরকার ও প্রশাসনকে কটুক্তি রাজ্যপালের

সরকার ও প্রশাসনকে কটুক্তি রাজ্যপালের

28
0

রাজ্যে শাসকদলের সঙ্গে রাজ্যপালের দ্বন্দ্ব সর্বোদাই চরমে থাকে।

ফের একবার শাসকদলের বিরুদ্ধে মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

বৃহস্পতিবার রাজ্য সরকার ও প্রশাসনের বিরুদ্ধে নিজ মন্তব্য করলেন রাজ্যপাল।

রাজ্য শাসনের ক্ষত্রে আইন ব্যবস্থার ভীত পশ্চিমবঙ্গে একেবারেই নড়বড়ে বলে মত রাজ্যপালের।

তিনি এইবিষয়ের ক্ষেত্রে সম্প্রতি রাজ্যে উদ্ধার আলকায়দা জঙ্গি গোষ্ঠির সদস্যদের উদাহরণ দেন।

এবং রাজ্যে এই বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, “পশ্চিমবঙ্গে একজন রাজ্য সুরক্ষা উপদেষ্টা রয়েছেন, যিনি প্রাক্তন ডিজিপি। তিনি আদতে কি করছেন? তিনি কি কেবল সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর জন্য রয়েছেন ?”

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বেশ কয়েকটি বিষয় নিয়ে মতবিরোধ রয়েছে রাজ্যপালের।

যারমধ্যে প্রধান পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলার পরিস্থিতি।

তাঁর মতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক।

এই বিষয় নিয়েই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

একঘন্টারও বেশি সময় ধরে চলেছে এই বৈঠক।

Previous articleরাজ্যপালের বিরুদ্ধে কড়া মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
Next articleপরিবর্তন করা হল ‘লক্ষ্মী বোম্ব’ এর নাম