খুব শীঘ্রই বিশ্বের সবচেয়ে ভারি হেলিকপ্টারের সূচনা করতে চলেছে রাশিয়া।
হেলিকপ্টারটির মডেল নাম Mi-26T2V ২০২১ এর মধ্যেই তাঁর পূর্ণ পর্যালোচনা সম্পন্ন করবে রাশিয়া।
সংবাদ মাধ্যমের এক বিবৃতিতে জানিয়েছেন রাশিয়ার হেলিকপ্টার ডিরেক্টর জেনারেল অ্যান্ড্রে বগিনস্কি।
তিনি জানান হেলিকপ্টারটির কাজ চলছে এবং খুব শীঘ্রই এটির সূচনা করবেন তাঁরা।
এই হেলিকপ্টারটি অত্যন্ত উন্নত প্রযুক্তির হতে চলেছে।
হেলিকপ্টারটিতে থাকবে রেডিও কন্ট্রলড এবং লেসার গাইডেড মিশাইল।
এছাড়াও থাকছে উন্নত প্রযুক্তির বডি।
এর সাথে থাকবে NPK90-2 মডেলের হাই কোয়ালিটি সম্পন্ন রেডিও ইলেক্ট্রনিক সিস্টেম।
এছাড়াও থাকবে নাইট ভিশন ও অটোমেটিক নাইট মোড।