সুরজিৎ দাস : দেশে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাড়ালো ৮ লাখে।
এদিন গোটা দেশে নতুন করে ২৭ হাজার জন করোনায় আক্রান্ত হন।
যার ফলে এখন ৮ লাখে গিয়ে ঠেকলো মোট আক্রান্তের সংখ্যাটা।
গত ২৪ ঘন্টায় ৫১৯ জন মারা যান।
অর্থাৎ মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ২২,১২৩ জন।
স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর,
মোট ২ লাখ ৮৩ হাজার সক্রিয় কেস এখনো অবধি আছে।
কিন্তু এর মাঝেই আশার আলো দেখছেন তারা।
পরিসংখ্যান বলছে,
এখনো অব্ধি মোট ৫ লাখ ১৫ হাজার মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
সব মিলিয়ে আশা আলোর দোলাচলে দাড়িয়ে ভারতবর্ষ।