সোমবারই নির্বাচন কমিশনে হাজির তৃণমূলের প্রতিনিধি দল।
নির্বাচন প্রাক্কালে অভিযোগ পাল্টা অভিযোগে আলোচনার কেন্দ্রবিন্দুতে নির্বাচন কমিশন।
সোমবার বেলা ৫ টায় তৃণমূলের এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনের দপ্তরে আসে।
এদিনের এই সফরের নেতৃত্বে ছিলেন সুখেন্দু শেখর রায় ও ডেরেক ও ব্রায়েন।
তৃণমূলের পক্ষ থেকে এদিন নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দেন তাঁরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে,
প্রথমত, দিলীপ ঘোষ এর ক্রমাগত ‘দ্বিতীয় শীতলকুচি’ মন্তব্য।
দ্বিতীয়ত, রাহুল সিনহা বলেছেন মাত্র ৪ জন কে কেন মারা হলো।
৮জন কে নয় কেন?
এছাড়া, শীতলকুচি ১২৬ নম্বর বুথের ঘটনার পর ভাইরাল হয়েছে একটি ছবি।
সেখানে দেখা যাচ্ছে, এক আহত কেন্দ্রীয় বাহিনী জওয়ানকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
আসল ঘটনা হিসেবে তৃণমূলের সাফাই,
ঝাড়খন্ডের ওই জওয়ান লেঙ্গুরের আঘাতে আহত হয়েছেন।
তৃণমূলের প্রতিনিধিদলের বক্তব্য আমরা এগুলোর বিরুদ্ধে নির্বাচন কমিশন এর সিইও কে ব্যবস্থা নিতে অনুরোধ করেছি।
শাসক দলের অনুরোধে কতটা নড়েচড়ে বসে কমিশন সেটাই এখন দেখার।