ফের ডুবল ট্রলার। জুনপুট এর পর শৌলা। মৎস্য শিকারের বেরিয়ে সমুদ্রে ডুবে গেল ট্রলারটি । মা মহেশ্বরী নামে ওই ট্রলার শৌলা থেকে বেশ কিছুটা দূরে ডুবে যায়।
অন্যান্য ট্রলারের সাহায্যে অবশ্য ১৩ জন মৎস্যজীবি সাঁতার কেটে পাড়ে উঠেন। অন্যান্য আরো তিনটি ট্রালারে সহযোগিতায় ডুবে যাওয়া ” মা মহেশ্বরীকে উদ্ধারের কাজ চলছে ।
একের পর এক ট্রলার ডুবির ঘটনায় রীতিমতো মৎস্যজীবী মহলে ব্যাপক আতঙ্ক পরিবেশ তৈরি হয়েছে।
সূত্রের খবর, মঙ্গলবার সকালে ১৩ জন মৎসজীবীকে নিয়ে ” মা মহেশ্বরী ” নামের ওই ট্রলার শৌলা মৎস্য বন্দর থেকে মৎস্য শিকারের জন্য সমুদ্রের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল।
কিছুটা সময় যাওয়ার পর ট্রলার ডুবে যায়। প্রাণে বাঁচতে মাঝি সহ ট্রলারে থাকা ১৩ জন মৎসজীবি উওাল সমুদ্রে ঝাঁপ দেয়।
পাড়ে আসলে, তাদের একটি স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়৷ আপাতত সুস্থ ।