Home BUSINESS কেন্দ্রীয় বাজেট পেশ

কেন্দ্রীয় বাজেট পেশ

448
0

করোনা অবহে মঙ্গলবার নয়া বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

2022-23 সালের এই বাজেট যে বেশ চ্যালেঞ্জের ও সমালোচনার হবে তা প্রত্যাশিতই ছিল

সংশ্লিষ্ট মহলের কাছে। ।

 

কারণ টানা দু’বছর করোনা পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক ,জীবন জীবিকার উপর ব্যাপক প্রভাব পড়েছে।

শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, পরিকাঠামো যেন মুখ থুবরে পড়েছে।

 

এই পরিস্থিতিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারাম বাজেট প্রস্তাব রাখলেন। মঙ্গলবার  অর্থাৎ

1 ফেব্রুয়ারি সকাল 11 টা থেকে শুরু হয় বাজেট পেশ।

 

এদিনের বাজেটের মধ্যে উল্লেখযোগ্য হল,
দেশের বিভিন্ন প্রান্তে ইন্টারনেট পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য বড় ঘোষণা করেন অর্থমন্ত্রী।

এদিন অর্থমন্ত্রী ঘোষণা করেন দেশজুড়ে চালু হবে 5g পরিষেবা।

বেসরকারি উদ্যোগেই চালু হতে চলেছে এই পরিষেবা ।দেশের প্রান্তিক এলাকাগুলোতে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এই নয়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র।

2025 সালের মধ্যে সব গ্রামগুলিতে অপটিক্যাল ফাইবার পরিষেবা পৌঁছে যাবে বলে জানান অর্থমন্ত্রী। এছাড়াও গ্রামগুলিতে ব্রডব্যান্ড প্রস্তাবে জোর দেয়া হবে নয়া বাজেটে।

এছাড়াও নয়া বাজেটে Eপরিষেবার ওপর গুরুত্ব দেওয়া হবে। এদিন অর্থমন্ত্রী জানান দেশজুড়ে চালু হবে ডিজিটাল কারেন্সি। এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে দেশের মধ্যেই তৈরি হবে E গাড়ির ব্যাটারি।

এবারের বাজেটে E পাসপোর্ট এর ওপর জোর দেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী। এবং আগামী এক বছরের মধ্যে আর বি আই সম্পূর্ণ দেশী ডিজিটাল মুদ্রা আনতে চলেছে।

এছাড়া ড্রন প্রকল্পে বাড়তি গুরুত্ব দেবে সরকার। এবং দেশের 75 টি জেলায় চালু হবে ডিজিটাল ব্যাংক।

এছাড়া শিক্ষা খাতে আরো বেশি করে তথ্য প্রযুক্তির ব্যবহার , এছাড়াও এনিমেশন , গ্রাফিক্স ডিজাইনিং এর ক্ষেত্রেও বিশেষ নজর দেবে সরকার।

আরে এদিন অর্থমন্ত্রী আরো জানান দেশের 60 লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই হল কেন্দ্রের লক্ষ্য। তিনি আরো বলেন দেশের গরিব মানুষদের জীবনের বদলা আনাই সরকারের লক্ষ্য ।