Home AGRICULTURE লাখিমপুর কেসে ভিডিও ভাইরাল

লাখিমপুর কেসে ভিডিও ভাইরাল

84
0

সত্যের উন্মোচন।

লাখিমপুরে নির্মম কৃষক হত্যার ভিডিও ভাইরাল।

রবিবার উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে বিক্ষোভে অংশ নেন কৃষক সংগঠনের একাংশ।

কেন্দ্রের ত্রয়ী কৃষি বিলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা।

তবে বিক্ষোভ চলাকালীন তাদের ওপর দিয়ে আচমকাই গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে।

ঘটনায় মৃত্যু হয় ৯ কৃষকের।

এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একাধিক কৃষক।

তবে সম্পূর্ণ ঘটনার অস্বীকার করে অজয় মিশ্র।

তিনি দাবি করেন ঘটনার সময় সেখানে উপস্থিত ছিল না তার ছেলে।

এরই মধ্যে সোমবার রাতে একটি ভিডিও প্রকাশ করা হয়।

যেখানে দেখা যাচ্ছে কৃষকদের পিষে দিচ্ছে কালো কনভয়।

মুহূর্তে ভাইরাল হয়েছে এই ভিডিও।

ভিডিওয় দাবি করা হয়েছে এই কনভয়েই ছিলেন আশিস মিশ্র।

উল্লেখ্য, রবিবার কেন্দ্রের ত্রয়ী কৃষি বিলের বিরুদ্ধে উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে বিক্ষোভে অংশ নেন সংযুক্ত কিসাণ মোর্চার ৪০ জন কৃষক।

সেখানেই কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের সঙ্গে বিবাদ বাদে কৃষকদের।

বিবাদের মাঝে আচমকাই কৃষকদের ওপর গাড়ি চালিয়ে দেয় আশিস মিশ্র।

যার ফলে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জন কৃষকের।

ঘটনায় সোমবার গোটা দেশ জুড়ে চলেছে প্রতিবাদী ধর্না।

পশ্চিমবঙ্গ থেকে শাসকদলের ৫ সদস্যের দল সোমবার লাখিমপুরে পোঁছান সেখানকার পর্যালোচনা করেন তারা।

প্রতিনিধিদলে রয়েছেন, দোলা সেন,কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল,আবির রঞ্জন বিশ্বাস এবং সুস্মিতা দেব।

ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের সংবাদ মাধ্যম।

Previous articleঅনেকটা কমলো
Next articleসত্যের উন্মোচন, প্রশ্ন প্রিয়াঙ্কার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here