Home HEADLINE STORY বঙ্গের ভাগ্যে স্বস্তির বৃষ্টি

বঙ্গের ভাগ্যে স্বস্তির বৃষ্টি

25
0

সকাল থেকেই আকাশে মুখ ভার,

কালো মেঘ ধীরে রেখেছে আকাশকে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,

বৃহস্পতিবার বাংলার উত্তর এবং দক্ষিণের বেশ কিছু জায়গায় ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কিছু সময়ের মধ্যেই ঝেঁপে বৃষ্টি আসতে চলেছে।

সেই বৃষ্টির আগমনের সাজে সেজে রয়েছে গোটা পরিবেশ।

প্রচণ্ড গরমের হাত থেকে গতকাল রাতেই কিছুটা রেহাই পেয়েছিল বঙ্গবাসী।

বিক্ষিপ্তভাবে দুএক পশলা বৃষ্টি হলেও, ঝোড়ো হাওয়া এক মুহূর্তেই পরিবেশকে ঠাণ্ডা করে দিয়েছিল।

সকালে তীব্র রোদের তেজ সহ্য করলেও,

রাতটা বেশ আরাম করেই কাটিয়েছিল কলকাতাবাসী।

হাওয়া অফিস পূর্বাভাস অনুযায়ী,

বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং উত্তররে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়িতে বজ্যবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কিছুটা হলেও স্বস্তি মিলবে বাংলার মানুষের।

বৃহস্পতিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং,

সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

সকালের দিকে বেশ কিছু এলাকায় মেঘ ও রোদেলা আকাশ এবং রাতের দিকে আংশিক থেকে মূলত মেঘলা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Previous articleভোটপ্রচারে আসানসোলে মমতা
Next articleমিরর ব্রেকিংঃবাগদা গুলি কাণ্ডে গ্রেফতার ৫ জন