Home AGRICULTURE নতুন ইনিংস শীতের!

নতুন ইনিংস শীতের!

127
0

শীত যেন নতুন রূপ নিয়ে ফিরে এসেছে। গত বছরের শেষের দিকেও শীত তেমন ভাবে থাবা না বসালেও , নতুন ইনিংস এ শুরু করলো কি ঝোড়ো ব্যাটিং !

ইতিমধ্যে  নতুন বছরের তৃতীয় দিনে জাঁকিয়ে শীত পড়ল বাঁকুড়া জেলা জুড়ে। সঙ্গে কুয়াশার তীব্র দাপট তো আছেই। বেলা বাড়ার সঙ্গে শীত ও কুয়াশা এই দুইয়ের দাপট বাড়লেও সূর্যের দেখা মেলেনি।

মঙ্গলবার থেকেই তার বিপরীত চিত্র এই জেলায়। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে আলু সহ অন্যান্য সব্জী চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন এই জেলার কৃষিজীবি মানুষ।

ঠিক মতো শীত না পড়ায় একটা আপশোস ছিলোই শিউলিদের। অর্থাৎ যারা খেজুরের রস সংগ্রহ করে তা দিয়ে গুড় বানায়। এবার হয়তো ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে খানিক সমস্যার সমাধান হতে পারে।

Previous articleলালনের বাড়ি, নাটকীয় মোড় !
Next articleফের বন্দে ভারতে পাথর