ফোন প্রেমীদের জন্য এবার সুখবর।
বুধবার ভারতে নয়া ফোন লঞ্চ করল Xiaomi.
এবার থেকে ভারতের বাজারে মিলবে Xiaomi 11 Lite 5G NE.
এমাসের প্রথমদিকে বিশ্ব জুড়ে লঞ্চ করা হয় এই ফোনের।
Xiaomi এর এই নয়া সেটে রয়েছে 10-bit Polymer OLED Display.
এছাড়াও রয়েছে ত্রিপিল রেয়ার ক্যামেরা সেটাপ।
গেমের পক্ষেও বেশ ভালো এই ফোন।
Qualcomm Snapdragon 778G SOC প্রসেসার রয়েছে এই ফোনে।
ফোনটির সঙ্গে মিলবে ৩৩ ওয়াটের চার্জার।
ভারতীয় বাজারে এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের দাম পড়বে ২৬,৯৯৯ টাকা।
৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের দাম পড়বে ২৮,৯৯৯ টাকা।